
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে একদল সন্ত্রাসীর হামলায় আবুল কালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মৌচাক উলুসাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে আল্লাহর দান বেকারি এলাকায় চাঁদা আদায় নিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ ও তার সহযোগীদের সঙ্গে আবুল কালামের কথা-কাটাকাটি হয়।
কথাকাটাকাটির একপর্যায়ে পিচ্চি আকাশ ও তার গ্রুপের সদস্যরা লাঠি দিয়ে আবুল কালামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, "ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত আবুল কালাম এরফান গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের মতে, কালিয়াকৈর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এরফান গ্রুপ, পিচ্চি আকাশের দলসহ একাধিক গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর