
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রারকে আটক করে লাঞ্ছিত করে চাঁদা নেয়ার ঘটনায় চিলাহাটি সাব রেজিস্ট্রি অফিসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
ঘটনাটি ঘটেছে, গত বুধবার (১৮ ডিসেম্বর) চিলাহাটি সাব রেজিস্ট্রি অফিসে। জানা গেছে, সপ্তাহে ৫দিন অফিস খোলা থাকলেও সেখানে দলিল রেজিস্ট্রি কার্যক্রম চলে সপ্তাহে ২দিন। মঙ্গলবার ও বুধবার। ওইদিন রেজিস্ট্রি কার্যক্রম শেষ করে অফিস থেকে চলে যাওয়ার সময় সাজিব, জয়মদ্দিন, শাহিনুর রহমান, কালাম ও শাহজাহানের নেতৃত্বে প্রায় ৫০/৬০ জন যুবক সাব রেজিস্ট্রার আদনান ফেরদৌসকে আটক করে রুমের ভেতর নিয়ে লাঞ্ছিত করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে রাত ১১টা পর্যন্ত তাকে তার অফিসে আটকে রেখে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে ৫০হাজার টাকায় রফাদফা হয়। এরপর অফিস সহকারী রাশেদা বেগমের কাছেও ৮০হাজার টাকা চাঁদা দাবি করে।
এ সময় মারুফ নামের এক দলিল লেখককে মারধর করে ৩৯হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনার প্রতিবাদে পরদিন থেকে ওই অফিসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে চিলাহাটি সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী রাশেদা বেগম জানান, সাব রেজিস্ট্রার চলে যাওয়ার সময় তারা অনেকগুলো ছেলে এসে সাব রেজিস্ট্রারকে আটক করে তার রুমে নিয়ে গিয়ে লাঞ্ছিত করে চাঁদা আদায় করেন। তারা অফিসে হামলা চালিয়ে ত্রাসের সৃষ্টি করে। ভয়ে অফিসের সবাই পালিয়ে যায়। আমার কাছে টাকা দাবি করলেও আমি কোন টাকা দেইনি।
জেলা রেজিস্ট্রার এসএম সোহেল রানা মিলন জানান, ঘটনাটি দুঃখজনক। মফস্বল শহরে মূলত দুপুরের পর থেকে রেজিস্ট্রি কার্যক্রম শুরু হয়। এভাবে অফিসে হামলা হওয়ায় সবাই নিরাপত্তাহীনতায় রয়েছে। এছাড়া সাব রেজিস্ট্রার ৩দিনের ছুটি নিয়েছেন। তাই কার্যক্রম বন্ধ রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর