
চরফ্যাশনে পর্যটন স্থান ফ্যাশন স্কয়ারে ঘুরতে আশা তিন পর্যটককে ডেকে নিয়ে দফায় দফায় মারধর করে তাদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন ও বিকাশের নগদ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় বখাটেরা। বখাটেরা মারধর ও টাকা হাতিয়ে সটকে পরেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। রোববার দুপুর ২টার দিকে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কলেজ পড়ুয়া পবন (১৯), বিজয় দাস (১৯) ও অভি (১৫) সহ তিন বন্ধু চরফ্যাশনে ঘুরতে আসেন। এসময় বখাটেরা তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও বিকাশের ১৫ হাজার টাকা হাতিয়ে নেন তারা।
ভুক্তভোগী পবন এর বড়ভাই শুভ অভিযোগ করেন, তিন বন্ধু মিলে ফ্যাশন স্কয়ার হয়ে জ্যাকব টাওয়ারের সামনে গেলে স্থানীয় ৪/৫ জন তরুণ বখাটে ছেলে তাদেরকে (পর্যটকদের) ডেকে নিয়ে যায় আদালত ভবনের পূর্বপাশ্বের নির্জন স্টেডিয়ামের ভিতরে, সেখানে নিয়ে তাদেরকে মারধর করেন। এবং ৩০হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পবনের বিকাশে থাকা ৫ হাজার টাকা নিয়ে দ্বিতীয় দফায় আবার মারধর শুরু করেন। এসময় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে বাড়িতে থেকে বখাটেদের বিকাশে আরো ১০ হাজার টাকা আনেন। এর পরেও ক্ষান্ত হননি তারা ভুক্তভোগীদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন নিয়ে তাদের ছেড়ে দেন।
স্থানীয়রা জানান, চরফ্যাশন একটি পর্যটন এলাকা। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসে। যদি এরকম কাণ্ড হয় তাহলে পর্যটন শূন্য হয়ে যাবে গোটা চরফ্যাশন। যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, বখাটেদের বিকাশ নম্বরের সূত্র ধরে ওই নম্বর ব্যবহারকারীর নাম ও ছবি পাওয়া যায়। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবো
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর