গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত নীট এশিয়া লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কারখানার ঝুট ও কেমিক্যাল গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর আড়াইটার দিকে হঠাৎ নীট এশিয়ার ঝুট ও কেমিক্যাল গোডাউনে ধোঁয়া ও আগুন দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় লোকজন এবং পাশের লিজ ফ্যাশন কারখানার শ্রমিক ও কর্মকর্তারা মিলে তাদের কারখানার পাইপের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদের দিকনির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনে কর্মরত সৌরভ আহমেদ জানান, “পৌনে ৩টার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে রওনা দেই। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করে। বিকেল পৌনে ৪টার দিকে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
কারখানার ঝুট এবং কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দা এবং লিজ ফ্যাশন কারখানার শ্রমিকরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের সক্রিয় ভূমিকার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর