
জনগণের ভোটের কথা বলেন নিরপেক্ষ সরকারের অধীন ভোট দেয়াড় কথা বলেন কে চালু করেছিল বিএনপি তৎকালীন সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে,কাজেই সংস্কার বিএনপি রক্তের সাথে মিশে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হাসান।
সোমবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ )ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,দেশ থেকে কোন স্বৈরাচার পালালে ফিরে আসার নজির কোথাও নেই আর যারা পালিয়েছে তাদের বিচার করতে হবে।
বিএনপি নেতা আরও জানান,বিএনপি জানে নতুন দেশের মানুষ তরুণ প্রজন্ম কি চায়। দেশের মানুষ আশা আখাংকার সাথে খাপ খাইয়ে চলার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যারা সংস্কারের কথা বলে তাদের সাধুবাদ জানাই।
এসময় তিনি আরও জানান আওয়ামীলীগের দুঃশাসনের বিচার না হলে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানি হবে আর আওয়ামীলীগের লুঠপাট,হত্যা-গুম,নির্যাতনের বিচার হতে হবে।
তিনি আরও বলেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি প্রার্থীর নির্বাচন সহ দেশের উপজেলা, পৌর ও প্রশ্নবিদ্ধ সিটি নির্বাচনের কারিগরদের বিচার এদেশে হবেই। এসবের বিচার না হলে জুলাই আগস্টের অদ্ভুথানের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক,সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,সাবেক সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র জি কে গৌছ,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)মিফতাহ সিদ্দিকী,বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর