খাগড়াছড়ির মানিকছড়িতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে এক জনার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর উত্তর মুসলিমপাড়া এলাকায় উক্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত করে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
সরেজমিনে উপজেলা সদর উত্তর মুসলিমপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. তৈয়ব আলী নামের এক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারার অপরাধে ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর