সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ১৭টি শেইভ মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
ঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন। আটক শেইভ মেশিনের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকার বেশি। এর সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদ উল্লাহ।
তিনি জানান, নদীতে অবৈধভাবে শেইভ মেশিন চালানোর খবর পেয়ে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে।
এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর