
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান (টাস্কফোর্স) পরিচালনার মাধ্যমে আড়াই কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,গত (২৩ ডিসেম্বর ২০২৪) সোমবার বিকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড় জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৭৩/৩-এস হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে সদর রসুলপুর রেলষ্টেশন নামক স্থানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে বিজিবি কর্তৃক একটি চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে বর্ণিত স্থান হতে ২,০৬,২৯,০৭০/- (দুই কোটি ছয় লক্ষ উনত্রিশ হাজার সত্তর) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাঁজি-৪,৬০,৯৮১ পিস, মেহেদী-১৪,৭১৪ পিস, প্লেইং কার্ড- ১৫৭৫ প্যাকেট এবং স্ক্রিন সাইন ক্রিম-৪,৩২০ পিস জব্দ করে।
বিজিবি আরো জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর