
বুড়িগঙ্গা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। এ সময় তরুণীর পরনে ছিল সালোয়ার কামিজ এবং হাত পা রশি দিয়ে বাধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন রসুলপুর টিনের মসজিদের বরাবর কামরাঙ্গীরচর বাইদ্দাবাড়ি ঘাট থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি'র আইসি ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, নদীর পাড়ে বস্তাটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে একটি নারীর লাশ উদ্ধার করা হয়। লাশটি দুই-তিন দিন আগের হওয়ায় ফুলেঁ ফেপে যাওয়ায় সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর