
ফরিদপুরে ১২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব-১০, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রথম প্রহরে একটি যাত্রীবাহী বাস থেকে ১২ কেজি গাঁজাসহ উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়। র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা হতে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসে মাদকের চালান রয়েছে। ফরিদপুরের উপর দিয়ে যাওয়ার সময় উদর উপজেলার বদরপুর এলাকা হতে তাদের আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলো, মাগুরা জেলার শালিকা থানার শৈলেন দে'র ছেলে হৃদয় দে (২১), অপর আসামি একই জেলার সদর উপজেলার মৃত নূর ইসলামের ছেলে মো. রনি (২০)
জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মাগুরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর