
ফরিদপুরে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মোটরসাইকেল দুর্ঘটনায় শহীদ খান (৫৫) নামে অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত শহীদ খান উপজেলার জয়দেবপুর গ্রামের বাসিন্দা।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোটরসাইকেলযোগে সন্ধ্যায় গ্রামের বাড়ি জয়দেবপুর থেকে আলফাডাঙ্গা উপজেলা শহরে আসার পথে বারাংকুলা গ্রামের একোনের মেম্বারের বাড়ির সম্মুখে পৌঁছলে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ওই সেনা সদস্য।
শাকিল/সাএ
সর্বশেষ খবর