বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৬দিনের উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আজ বুধবার নীলফামারীতে আসছেন।
তার সফরসূচি অনুযায়ী আজ বেলা ১টা ১০মিনিটে হেলিকপ্টারযোগে নীলফামারীর জলঢাকায় উপস্থিতি এবং মধ্যাহ্ন বিরতি দেবেন। বেলা ২টায় জলঢাকা উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। দুপুর আড়াইটায় জলঢাকা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিকাল সোয়া তিনটায় নীলফামারী সার্কিট হাউসে উপস্থিতি এবং রাত্রিযাপন করবেন। এর আগে তিনি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা সফর করেন এবং অনুরূপ কর্মসূচিতে অংশ নেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় নীলফামারীর ডোমার উপজেলায় উপস্থিতি এবং ডোমার উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। সকাল পৌনে দশটায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল সোয়া দশটায় তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা দেবেন। নীলফামারী জেলায় উপদেষ্টার সফর সফল করতে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ইতিপূর্বে জলঢাকা ও ডোমার উপজেলা প্রশাসনের সাথে পৃথক পৃথক ভাবে আলোচনা করে দিক নির্দেশনা দিয়েছেন।
তার সফরসূচি অনুযায়ী গতকাল ২৪ডিসেম্বর হতে আগামী ২৯ডিসেম্বর পর্যন্ত তিনি উত্তরাঞ্চলের ১২টি জেলা সফর করবেন। এরমধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা রয়েছে। উপদেষ্টার আগমনে জেলা প্রশাসন আরও তৎপর রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর