
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বড় দিন পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে গাইটাল শিক্ষক পল্লী অবস্থিত এস.ডি.এ. খ্রিষ্টান মিশনে প্রার্থনা, আলোচনা, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯ টায় মিশনের গীর্জায় প্রার্থনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এস.ডি.এ. মিসনের প্রিন্সিপাল উজ্জ্বল রাংসা এর সভাপতিত্বে ও মিশনের আইন উপদেষ্টা এ্যাড. সমর কান্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা, সেনা কর্মকর্তা মেজর জহির।
এসময় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার বাবু মনোতোষ দাস, উপজেলা নির্বাহী অফিসা মোঃ এরশাদ মিয়া, এনডিসি রওশন কবির, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, এড. বিলাশ বিশ্বাস, শামসুল আলম, বায়েজিদ আলম ভূঞা, বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: সাখাওয়াত হোসেন আকাশসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও র্যাব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্কুলের শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, এ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন (ইংরেজি ভার্সন) স্কুল এর প্রিন্সিপাল উজ্জ্বল রাংসা।উপস্থিত ছিলেন এ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন (ইংরেজি ভার্সন) স্কুল এর ভাইস প্রিন্সিপাল মিস্টার পিন্টু নকরেক।
প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ফৌজিয়া খান বক্তব্যে বলেন, প্রথমেই আমি দেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে একত্রে বসবাস করে আসছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ঐতিহ্যগতভাবে এদেশে সকল ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে পালিত হয়। তিনি আরও বলেন, যিশু খ্রিষ্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দেন।
পুলিশ সুপারসহ অন্যান্য বক্তারা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের লোকেরা আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে। বক্তারা আরও বলেন, ‘বড় দিনের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শান্তি, ন্যায় ও সত্যের শিক্ষায় উদ্ভাসিত হোক সব প্রাণ, এই হোক বড় দিন উপলক্ষ্যে সবার প্রত্যাশা।
পরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের দেওয়া উপহার কেক কেটে শুভ বড়দিনের উৎসব পালন করা হয়। এছাড়াও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উদীয়মান কণ্ঠ শিল্পী সুদীপ্তা সরকার তরু ও একা দে সহ অন্যান্য শিল্পী বৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন, মিশনের অন্যতম পরিচালক মিস্টার রতন ভৌমিক।
বড়দিনের নিরাপত্তার স্বার্থে মিশনের চারপাশে পোশাকধারী পুলিশ, ডিবি, র্যাব, সিআইডি ও এন এসআই এর সদস্যরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর