
যথাযথ ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খ্রিষ্ট ভক্তরা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন পালন করেছেন। যিশু খ্রিষ্টের জন্মদিন তথা বড় দিন পালন উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্ট ধর্মপল্লীর গীর্জায় বিশেষ উপাসনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক শত খ্রিষ্ট ভক্তরা অংশ গ্রহন করেন। সকাল সাড়ে দশটার দিকে বড় দিনের কেক কাটা হয়।
এছাড়া খ্রিষ্টমাস ট্রিকে বর্ণিল সাজে সাজানো হয়। পরে বেলা বারোটার দিকে ধর্মপল্লীর মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোমারী খ্রিষ্ট ধর্মপল্লীর পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারি। কর্তৃপক্ষ জানান বড় দিন পালন উপলক্ষ্যে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত থেকে খ্রিষ্ট ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বড় দিন উৎসবে নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা তাদের টহল জোরদার করেন।
এদিকে, শেরপুর সদর উপজেলা ও ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর খ্রিষ্ট ধর্মপল্লীতে যথাযথ ধর্মীয় মর্যাদায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড় দিন উৎসব উদ্যাপিত হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর