
ময়মনসিংহের জামালপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ওই সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মো. সফিক উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিটি গঠিত হয়।
ময়মনসিংহ শহরে বসবাসরত সমিতির আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ সভায় আমন্ত্রিত ছিলেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভার প্রথম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয় এবং ৩ মাস পূর্বে গঠিত নির্বাচন কমিশনের আহ্বানে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেউ মনোনয়নপত্র না কেনায় উপস্থিত সকলের নিরঙ্কুশ সমর্থন নিয়ে, সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনাব তৌফিক নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ডাক্তার হেফজুল বারী এবং সম্মেলন প্রস্তুতি সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক জনাব মাহবুবুল হক বাবুল সহ সমিতির সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি দায়িত্ব পালনকালীন সময়ে জামালপুর সমিতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার প্রত্যাশাও ব্যক্ত করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর