
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উদ্যোগে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা সদরে পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিসিএস পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জ জেলার কারিগরি মেডিকেল ক্যাডার এবং সাধারণ ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে ঘণ্টা ব্যাপী ‘মানববন্ধন’ পালিত হয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ ‘মানববন্ধন’ পালন করা হয়। প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. রায়হানুল ইসলাম,মেডিকেল অফিসার ডা. আ স ম আশরাফুজ্জামান,ডা. মো. পারভেজ সেখ,ডা. মারজান আবইয়াদ, ডা. চিত্রা ঘোষ, ডা. মো. আল- ইমরানসহ প্রমুখ।
মানববন্ধনে কর্মকর্তারা জানান, উপসচিব পুল কোনো বিশেষ ক্যাডারের পদ নয়। সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসের সকল ক্যাডারের কর্মকর্তাগণকে উপসচিব ও তদূর্ধ্ব পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অপকৌশল ও অজুহাতে এ সকল পদে নিজেদের জন্য কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার।
২০১৮ এর নির্বাচনের পর সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ রহিত করা হয়। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর ২০ ফেব্রুয়ারি এ সকল পদ নিজেদের তফসিলে বসিয়ে নিয়েছে প্রশাসন ক্যাডার। এরূপ কর্মকর্তা বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার পথে গভীর ষড়যন্ত্র ও মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির নামান্তর।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর