সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশে ছাত্রদের জন্য রাত ১১টা ও ছাত্রীদের মাগরিবের আজানের পরে ১৫ মিনিট সময়সীমা বেধে দেয়া হয়েছিল।
তবে নির্দেশনাটি শুধু শীতকালীন ছুটির জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।
বুধবার (২৫ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতির সাথে ইবি ছাত্রশিবিরের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।
তিনি জানান, হলে বহিরাগত প্রবেশ করে থাকে, এসব রোধে আমরা সাধারণ কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পরিবার হিসেবে বিবেচনা করি। শীতকালীন ছুটিতে নিরাপত্তা জোরদার স্বার্থে এই প্রবেশ সীমা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে শীতকালীন শব্দটি না আসায় শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা গিয়েছে।
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান ও ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিনিধি দল শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে- হলগুলোতে নতুন করে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত নেয়া, হলের অভ্যন্তরে ক্যান্টিনের ব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করা ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চালু করা।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান বলেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আমাদের জানিয়েছেন সময়সীমাটি ছুটিকালীন সময়ের জন্য নির্ধারণ করা হয়েছে। আমাদের প্রতিনিধিদল প্রত্যেক আবাসিক হলে বিশেষ করে ছাত্রীদের হলে ক্যান্টিনের ব্যবস্থা করা এবং নারী মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও জরুরি ওষুধের সরবরাহ রাখার জোর দাবি জানিয়েছে।
দাবিসমূহ শীতকালীন ছুটির পর কাউন্সিল মিটিংয়ে আলোচনা করা হবে বলে স্যার আমাদের আশ্বস্ত করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর