
মেহেরপুরে তসলিমা খাতুন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড বাগানপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।
স্থানীয়রা বলেন, চাঁদবিল গ্রামে পৈত্রিক জায়গায় ঘর বানিয়ে তসলিমা খাতুন ও তার বোন উসলিমা খাতুন বাস করতো। ১৫ কাঠা জমির পুকুর নিয়ে প্রায় দুই বোনের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো। বুধবার বিকাল থেকে তসলিমা খাতুন নিখোজ ছিলো।
আজ সকালে ডোবার পানিতে তসলিমা খাতুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মেহেরপুর সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, আপন ভাইদের সাথে জমি জায়গায় সংক্রান্ত যের ধরে গতকাল থেকে নিখোঁজ ছিল তসলিমা খাতুন। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর