
রাজবাড়ীর পাংশা পৌরসভাধীন নারায়নপুর গ্রামের আরিফ মন্ডলের স্ত্রীকে বেধরক মারপিট করেছে একই এলাকার রইচ মন্ডল ও তার স্ত্রী কন্যারা। এ ঘটনায় অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে পাংশা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কেবিনে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আরিফ মন্ডল বাদী হয়ে পাংশা থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
বৃহস্পতিবার পাংশা হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন আক্তার জানান-পূর্ব শত্রুতার জের ধরে ২৫ ডিসেম্বর বিকালে আমাকে মারধর করা হয়েছে। আমার স্বামী অসুস্থ থাকায় আমি বাজার করে বাসায় ফিরছিলাম এমন সময় ড্রাগন বাগানের পাশে যাওয়া মাত্রই আমার উপর অতর্কিত ভাবে হামলা করে আমার গলাই থাকা একটি স্বর্ণের চেন ও কানের ঝুমকা ছিড়ে নিয়ে আমাকে বেধরক মারপিট করা হয়।
আমার পেটে বাচ্চা বলার পরও তারা আমাকে মারতে থাকে পরে আমি অচেতন হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় আমাকে পাংশা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা আমার চোখে প্রচণ্ড আঘাত লাগায় আমি ওই চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার রইচ মন্ডল, তার স্ত্রী রহিমা বেগম, কন্যা রুমি, উর্মি ও ট্যুরে মন্ডলের স্ত্রী রমেশা বেগম সম্মিলিত ভাবে এ হামলা চালায়, হামলায় প্রচন্ডু ভাবে আহত হয়েছে জেসমিন আক্তার। তার চোখের অবস্থা খুবই খারাপ বলে জানানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ বলেন-এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতি মধ্যে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির সাথে কথা বলেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর