
বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডার কাঠামোর বাইরে রাখার সুপারিশের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সরকারি তিতুমীর কলেজ ইউনিটের শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে তারা এই প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল। এছাড়া উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার ও অন্যান্য শিক্ষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, সাংবাদিক সম্মেলনে জনপ্রশাসন সংস্কার কমিশন বলেছে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করবে। এই মুহূর্তে ক্যাডার বহির্ভূত না করার দাবি জানাচ্ছি আমরা।
এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উপস্থিতরা প্রস্তাবটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর