
হালুয়াঘাটে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরের নির্দেশনায় এস আই মানিক মিয়া, এসআই শুভ্র সাহা, এসআই টিটু, এ এস আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিষলেটি উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামের মৃত জলিলের পুত্র শাহ আলম (৩৫) ও মইজ উদ্দিনের পুত্র মাহফুজ আলম (১৯)।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় হালুয়াঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর