
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অষ্টম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নন ফিকশন বইমেলা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ২৮ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম।
সংবাদ সম্মেলনে বলা হয়, বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথ উদ্যোগে গত বছরের মেলার ধারাবাহিকতায় এ বছরও নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪ প্রদান করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের প্যানেল ২০২৪ এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪ দেয়া হবে।
এ বছর সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র্যাফল ড্রর আয়োজন। র্যাফল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।
এসময় ওই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার যুগ্ম বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম, বণিক বার্তার বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিংয়ের উপমহাব্যবস্থাপক মঞ্জুর হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর