গোপালগঞ্জ’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে "Academic Stress And Well-Being" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নাম্বার কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগের সভাপতি ড. শাহনূর হোসেন এবং সাইকোলোজিস্ট উম্মে সায়মা সিদ্দিকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. সোহেল হাসান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বদরুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীদের প্রয়োজন ও আগামী অগ্রযাত্রার বিশ্ববিদ্যালয়ের এই সংশ্লিষ্ট দপ্তর যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকতে চেষ্টা করবেন। এছাড়াও শিক্ষার্থীদের যে কোনো ভালো উদ্যোগের পাশে থাকারও আশ্বাস জানান তিনি।'
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শাহনূর হোসেন, 'অ্যাকাডেমিক চাপ মুক্তি, মানসিক স্বাস্থ্য রক্ষার ও সুন্দর জীবন গড়ে তোলার নানা বিষয় আলোকপাত করেন।'
বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. সোহেল হাসান বলেন, 'শিক্ষার্থী সংশ্লিষ্ট এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। আগামীতে অনুষ্ঠান সমূহ যেন আরও বড় পরিসরে ও শিক্ষার্থী বান্ধব করা সম্ভব হয় সে দিকে বিবেচনায় রাখবেন বলে প্রতিশ্রুতি জানান।'
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর