
শুক্রবার (২৭ ডিসেম্বর) জুম্মা নামাজ বাদ বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে তাবলীগ জামাত জুবাযের গ্রুপ অনুসারীরা টঙ্গীতে তাবলীগ জামাতকে কেন্দ্র করে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে।
জুম্মা নামাজবাদ জুবাযের গ্রুপের নেতা হারুন অর রশীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া।
বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের পীর সাহেব বাওয়ালকর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান, বরগুনা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহজালাল রুমি, বক্তব্য রাখেন তাবলীগ জামাতের সাথী, জনাব হারুনুর রশিদ প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর