
জামালপুরের সরিষাবাড়ীতে আঃলীগনেতার দ্রুত বিচার আইনের মামলায় পারভেজ আলী (২২) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শুক্রবার উপজেলার মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদের দায়ের করা মামলায় পুলিশ বৃহস্পতিবার পারভেজ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে আরোও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও বাদী হায়দর আলী সূত্রে জানা গেছে, উপজেলার বড়শরা গ্রামের হায়দর আলী’র পুত্র সেলুন ব্যাবসায়ী মাসুদ এর নিকট পৌরসভার মাইজবাড়ী এলাকার মানিক মিয়ার পুত্র ছেলে পারভেজ ও তার সমর্থকরা কয়েক দফা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় পারভেজ ও তার কয়েকজন সমর্থক নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বড়শরা সেঙ্গুয়া বাজার এলাকায় মাসুদ এর সেলুনের দোকানে হামলা করে। দোকান ভাংচুরের পর মাসুদকে মারধর করে। সংবাদ পেয়ে থানা পুলিশসহ বাংলাদেশ সেনাবাহিনীর টহলদল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পৌর সভার মাইজবাড়ী এলাকা থেকে পারভেজ আলী (২২)কে আটক করে। এ সময় তার হাতে থাকা পাটের বস্তায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করলেও তার সমর্থকরা পালিয়ে যায়। ভুক্তভোগী উপজেলার বড়শরা গ্রামের মৃত হাছেন আলী’র পুত্র ছেলে হায়দার আলী বাদী হয়ে পারভেজ আলী কে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, যুবদল কর্মী পারভেজ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সভারে তার একটি চায়ের দোকান ছিল। ওই সময় তাকে ছাত্র ভেবে ছাত্রলীগ কর্মীরা বেধড়ক পিটুনি দিয়ে গুরুতর আহত করেছিল বলে তার স্বজনরা জানান।
জানতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু লোক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় আমার আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আমার উপরে শারীরিক নির্যাতন ও মারপিট করে জখম করেছে।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রধান আসামি পারভেজ কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর