
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি ক্ষতিগ্রস্ত অডিটোরিয়ামের ভিতর থেকে বাবু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরে অবস্থিত ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিতর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত বাবু মিয়া উপজেলার উদগাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত অডিটোরিয়ামের ভিতরে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। এরপর মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে যুবক বাবু মিয়া অডিটোরিয়ামের ভিতরে ক্ষতিগ্রস্ত লোহা ও অন্যান্য সামগ্রী চুরি করতে গিয়েছিল। সেখানে ওপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত ও নাক দিয়ে রক্ত বের হওয়ায় কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, বাবু মিয়া ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন। শুক্রবার সকালে সে বাড়ি থেকে বের হয়েছিল বলে স্বজনরা জানিয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর