
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক হেলাল সরকারের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে করাতির (হাট) বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর-আগে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে করাতির হাট।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম-আহবায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, নারী নেত্রী ও ইউপি সদস্য নয়ন, চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলামিন সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইউনুস, যুবদল নেতা রাসেদ মাহমুদ রিজভী, ইয়ার আলী মীর, দেলোয়ার প্রদান, সেলিম মীর, জাকির কাজী।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর তাঁতীদলের সাধারণ সম্পাদক হেলাল সরকারকে একা পেয়ে হামলা করে যুবলীগ নেতা এফরান মোল্লা, তার ভাই শাহ আলম ও শাহ জালাল মোল্লাসহ তাদের লোকজন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এফরান মোল্লা ও তার বড় ভাই শাহ্ আলম মোল্লাকে গ্রেপ্তার করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর