
জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ ক্লোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর চাওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স একটি বার্তা দিয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এআইজি ইনামুল হক সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।”
এতে আরও বলা হয়, “৯৯৯ নম্বর থেকে কখনোই কোন ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নম্বর অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর জানার সুযোগ নেই। ৯৯৯ নম্বর শুধুমাত্র জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে।”
বিজ্ঞপ্তিতে জনসাধারণকে আরও সতর্ক করে বলা হয়েছে, “মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংক কার্ডের পিন নম্বর কারো সাথে শেয়ার করবেন না। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে এবং তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ নম্বরে জানাতে অনুরোধ জানানো হচ্ছে।”
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর