খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। অভিযানে ৬৪ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা সদরের মানিকছড়ি, বাটনাতলী, যোগ্যাছোলা ইউনিয়নের পান্নাবিল, বড়বিল, ছদুরখীল, গোড়খানা, আসাদতলীসহ মোট ৮ টি পয়েন্ট অভিযান চালিয়ে ৬৪ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু সংশ্লিষ্ট ইউপি মেম্বারদের জিম্মায় রাখা হয়।
জব্দকৃত বালু নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী জানান, জব্দকৃত বালু নিলামে দেয়া হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর