
অসামাজিক কার্যকলাপের দায়ে রিসোর্ট বন্ধ করে মিল ফ্যাক্টরি করার দাবিতে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এলাকাবাসীর সমর্থনে মানববন্ধনে উপস্থিত হন জেলার আলেম সমাজ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত জনতাকে মানববন্ধন না করে দুই দিনের সময় নেওয়া হয়েছে। এতে করে জেলার আলেম সমাজ এবং এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বালিয়াখোড়া ইউনিয়নে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের সামনে এ মানববন্ধনে উপস্থিত হন এলাকাবাসী ও আলেম সমাজ।
এ সময়, মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মওলানা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক সোহাইল হোসাইন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বানিয়াজুরী ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সিফাত, বানিয়াজুরি ফয়েজুল উলম হাফিজিয়া মাদ্রাসা পরিচালক মাহবুবুর রহমান, সহকারি পরিচালক মাওলানা দেলোয়ারসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধন না করতে পেরে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মওলানা আব্দুল হান্নান বলেন, এলাকার কৃষি জমি দখল করে খামারের কথা বলে রিসোর্ট নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিনিয়তই অসামাজিক-অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। সম্প্রতি পানশালার লাইসেন্সের জন্য আবেদন করেছে। আমরা এর প্রতিবাদে মানববন্ধনের অংশগ্রহণ করেছি।
প্রশাসনের পক্ষ থেকে মানববন্ধন না করার নির্দেশনা এসেছে। তারা (পুলিশ) দুইদিন সময় চেয়েছে। প্রশাসনের অনুমতি না থাকায় আমরা মানববন্ধন করতে পারলাম না। আমরা তাদের বেঁধে দেওয়া দুই দিন অপেক্ষা করব। আমাদের দাবী-দাবা সুরাহা না হলে আমাদের মানববন্ধন এবং পরবর্তী কার্যক্রম অব্যাহত থাকবে।'
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় কৃষক নায়েব আলী (৬০) বলেন, এলাকাবাসীর কাছ থেকে খামারের কথা বলে নামমাত্র দামে জমি কিনে সেখানে রিসোর্ট বানানো হয়েছে। মাদকসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ চলে এখানে। শুরু থেকে আমরা এলাকাবাসী বাঁধা দিয়েছি কাজ হয়নি। কিন্তু এদের এখনই ফেরানো না গেলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।
এ বিষয়ে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, এলাকাবাসী আমাদের কাছে ডেরা রিসোর্টের বিভিন্ন অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ করেছে। এ বিষয়টা নিয়ে আমরা রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো এজন্য মানববন্ধন না করতে দিয়ে তাদের কাছে সময় চাওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবী-দাবার সাথে মালিকপক্ষ একাত্মতা প্রকাশ না করলে এলাকাবাসীর মানববন্ধন করার স্বাধীনতা আছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর