
নড়াইলের কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, কালিয়া যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বখতিয়ার হোসেন মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হয়েছে বলে প্রতীয়মান হয়। এছাড়া ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করতে কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর আগে অবৈধ বালুর ব্যবসায়ের নিউজ করায় সাংবাদিককে লাঞ্ছিত করায় ৫ ডিসেম্বর কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাশরু পল্টুকে ৯ ডিসেম্বর চাঁদাবাজির কারণে আহ্বায়ক মোহাম্মদ বখতিয়ার হোসেন মোল্লাকে ৭২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়
রোববার সকালে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছরন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান। তিনি বলেন, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া কমিটির মেয়াদ ছিলো না। এসব কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে বিলুপ্ত কমিটির সভাপতি বখতিয়ার মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। তারা বলেন, কোনো খারাপ কাজের সঙ্গে তারা জড়িত নয়। দলের ক্ষতি হবে এমন কোনো কাজ তারা করেনি। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা মিথ্যা। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানাবেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নিলু বিভিন্ন পত্রপত্রিকায় কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা নিয়ে সরেজমিন প্রতিবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, বেন্দা এলাকার নবগঙ্গা নদীর তীর ভেঙ্গে যাচ্ছে। যার নেপথ্যে রয়েছে পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা। এ নিয়ে স্থানীয়রা মানববন্ধনও করেন যা নিয়েই মূলত সংবাদটি প্রচার করা হয়েছিল। যা কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক হাফিজুল নিলুর জীবনে।
সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু নড়াইলের সিনিয়র সাংবাদিক। তিনি মোহনা টেলিভিশন, জা গো নিউজ, দৈনিক ন য়া শতাব্দী,সময়ের আবর্তন ও রাতদিন নিউজের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি।
নিলু জানান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, নড়াইল জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল, কালিয়া যুবদলের কামাল সিদ্দিকীসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কালিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে করবেন। সেটা তাকে অবগত করলে যুবদলের সাথে তিনি যান। সবকিছুই ঠিকঠাক ছিল। ফেরার পথে তাকে বারইপাড়া ঘাটে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু কিছু বোঝার আগেই তাকে লাঞ্ছিত করেন। ক্যামেরা ভাঙচুর মোবাইল নগদ টাকা ছিনিয়ে নেয়া হয় তার থেকে।
এরপর তাকে আটকে রাখে এবং জোরপূর্বক ভিডিও করে। বিষয়টি জানতে পেরে নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি চয়ন বাবু তার লোকজন নিয়ে তাকে উদ্ধার করে। আমাকে লাঞ্ছিত, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর বিরুদ্ধে বিচার চেয়ে মামলা করেছি।
মামলা নম্বর ১১, রেকর্ডের তারিখ ৯-১২-২০২৪। কিন্তু দুঃখের বিষয় ওরা একটা কাউন্টার মামলা করে ১১-১২-২৪ তারিখে। সেটাও কালিয়া থানার পুলিশ গ্রহণ করেছে। সন্ত্রাসীরা আটকে রেখে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ভিডিও করে সামাজিক গণমাধ্যমে ছেড়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর