
ফরিদপুর সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে বিল্লাল চৌধুরী (৩২) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল চৌধুরী সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।
জানা গেছে, রবিবার ভোর চারটার দিকে একই গ্রামের ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিডি২৪লাইভকে বলেন, গণপিটুনিতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার আসলে মামলা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর