
পাহাড় নদী করলে দখল পরতে হবে আইনের শিকল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এআরএফবি এর উদ্যোগে নেত্রকোনা হাওড় ও নদী' পরিবেশগত প্রেক্ষাপট ও প্রভাব শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় নেত্রকোণা জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এ আর এফ বি এর চেয়ারম্যান ও বেলার নেটওয়ার্ক মেম্বার দিলওয়ার খানের সভাপতিত্বে উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামান ৷ বেলার প্রোগ্রাম কো অর্ডিনেটর এএম এম মামুন, মো রবিউল ইসলাম নির্বাহী প্রকৌশলী এল জি ই ডি, মোহাম্মদ নূরুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন এড. মাহফুজুল হক জিপি জেলা আদালত, আব্দুল মান্নান তালুকদার, অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,গৌতম চন্দ্র চন্দ বিভাগীয় সমন্বয়কারী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আগত অতিথিদের মধ্যে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক মুখলেছুর রহমানখান , আলপনা বেগম, প্রথ ম আলো প্রতিনিধি পল্লব চক্রবর্তী, কৃষিবিদ মোস্তাসিম বিল্লাহ, হানিফ উল্লাহ আকাশ, আবুল কালাম, বক্তারা তাদের বক্তব্য নেত্রকোনার নদী ও হাওড় নিয়ে বিভিন্ন সমস্যা ও সমাধানের নানান আলোচনা তুলে ধরেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস সংলাপে আগত অতিথিদের আলোচনাকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে নেত্রকোনার নদী ও হাওড়ের নানান সমস্যা নিরসনের উদ্যোগের কথা জানিয়ে উক্ত সংলাপ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর