
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে মোবাইল কোর্টের অভিযানে দেড় লাখ টাকা বিভিন্ন ধরনের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন,জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রৌশন আহমেদ।
মোবাইল কোর্টের অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানিয়েছেন,জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর নির্দেশনায় টাংগুয়ার হাওরের তেকুনিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কোনা,কারেন্ট ও চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রৌশন আহমেদ জানান,টাংগুয়ার হাওরে আমাদের অভিযান চলবে। কোনো অনিয়ম সহ্য করা হবে না।
শাকিল/সাএ
সর্বশেষ খবর