
জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার ইউনিয়নের উত্তর শেখপুর গ্রাম এলাকায় সোমবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে খবর পেয়ে সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে ডিবির এসআই(নিঃ) মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ফারুক হোসেন, এএসআই (নিঃ) মো. সাজেদুর রহমান, এএসআই (নিঃ) চন্দন কুমারসহ ডিবির সদস্যরা ধলাহার ইউনিয়নের উত্তর শেখপুর গ্রাম এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ মোস্তাফিজুর রহমান ওরফে মামিদুল ওরফে ফিজু (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে পাঁচবিবি উপজেলার উচনা সোনাতলা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি ডিবি আসাদুজ্জামান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর