
নির্বাচিত সরকার না আসলে দেশের চলমান সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি আরো বলেন, আমরা অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি কিন্তু একটি যৌক্তিক সময়ে এদেশের মানুষ নির্বাচন দেখতে চায়।
সোমবার (৩০ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। আমার নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথায় কেউ অন্যায় করলে সে আমার যত কাছের লোকই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপি নেতা ফকরুজ্জামান ফকো, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর