
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে এক গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করবে। জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা সৃষ্টি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত হবে।
আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জালে হাজারো সমস্যায় জাতি যখন বিপর্যস্ত, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন উর্ধ্বগতির হাত থেকে জাতি যখন সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে, ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন প্রয়োজনীয় সংস্কার শেষে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের জন্য উদগ্রীব, তখন জনগণ মনে করছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ, দ্বন্দ্ব, সন্দেহ সৃষ্টি করা হচ্ছে।
জনগণ মনে করছে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার অভিপ্রায়ে আন্দোলনের একটি শক্তি হঠাৎ নিজেদের মতবাদ দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। জনগণ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের কারণে সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।
সোমবার দুপুরে হালুয়াঘাটের পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ৫ ইউনিয়ন এবং পৌর শহরের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর