
ময়মনসিংহের হালুয়াঘাটের রঘুনাথপুর এলাকায় ডিশলাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবক। আমিনুল উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেলে উপজেলার রঘুনাথপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর ও ডিশ ব্যবসায়ী আব্দুল আজিজের উপস্থিতিতে তার লাইনের সংযোগ দেওয়ার জন্য মই দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটিতে উঠেন আমিনুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে উপর থেকে ছিটকে নিচে পড়ে মারাত্বকভাবে আহত হয় সে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাল পাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শী সাকিব ও আজহারুল ইসলাম বলেন, সেদিন কাউন্সিলর আব্দুল আজিজসহ কয়েকজন ব্যক্তি বড় মই নিয়ে ডিশ লাইনের কাজ করার জন্য বিদ্যুতের খুঁটির কাছে আসেন। এ সময় আজিজ আমিনুলকে খুঁটিতে উঠতে বলেন। তার নির্দেশেই ছেলেটি বিদ্যুতের খুঁটিতে উঠে এমন দুর্ঘটনায় পড়ে।
সোমবার দুপুরে আমিনুলের মামা শাইবুদ্দিন বলেন, আমার ভাগনে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রতিদিন তার পেছনে চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা খরচ হচ্ছে। আমার ভাগনে খুবই গরীব। চিকিৎসা ব্যয় বহন করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ এখনো কোন খোঁজ খবর নেননি। উলটো তার মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর আব্দুল আজিজের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
হালুয়াঘাট বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী মো. শরিফুল আলম’কে বিদ্যুতের খুঁটির ফাইভ স্পুল ওমগর রেক দিয়ে ডিশ লাইন নেওয়ার কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে বিদ্যুতের খুঁটি ব্যবহার করে অন্য কোন সার্ভিস নেওয়ার সুযোগ নেই।
এটা বন্ধে ময়মনসিংহ বিদ্যুৎ অফিস থেকেও আমরা কোন নির্দেশনা পাইনি। তা ছাড়া সারা দেশেই তো এভাবেই বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিশের লাইন নিচ্ছে। যদি আমরা নির্দেশনা পাই তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর