
পারিবারিক কলহের ঝেড়ে সুনামগঞ্জের তাহিরপুরে মেয়ের বাবা শাহাবুদ্দিনসহ পরিবারের লোকজনের মারধরে ছেলের বাবা ইকবাল হোসেন (৬০) নিহতের অভিযোগ উঠেছে।
নিহত ইকবাল হোসেন (৬০) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নয়াপাড়া গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।
গত রোববার (২৯ ডিসেম্বর)রাত ৮টায় নিহত ইকবাল হোসেনের বসত ঘরে ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে,লাকমা নয়াপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে আছান উল্লাহর সাথে বাড়ির পাশের শাহাবুদ্দিন এর মেয়ে সাদিয়া বেগমের সাথে বিয়ে হয় বেশ কিছুদিন পূর্ব। পাশাপাশি বাড়ি হওয়ায় স্বামী-স্ত্রীর বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। রোববার সন্ধ্যায় আছান উল্লাহ ও সাদিয়া বেগমের মধ্যে ঝগড়া হয়। এসময় স্বামী-স্ত্রীর ঝগড়ায় মেয়ের পক্ষ নেয় তাঁর বাবা শাহাবুদ্দিন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনায় গুরতর আহত হয় ইকবাল হোসেন। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে মেয়ের বাবা শাহাবুদ্দিন, মা ভুলনা বেগম, বোন সোমা বেগমসহ ৯ জনকে আসামী করে তাহিরপুর থানায় সোমবার (৩০ ডিসেম্বর) একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর