
ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ড. আশরাফুর রহমান।
গত ২৯ ডিসেম্বর ইসলামি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ সংশোধনী আইন-২০১০, ১৯ (১) ঝ (১৯) (২) এর ধারা অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ডিআইজি ড. আশরাফুর রহমানকে ২ বছরের জন্য মনোনয়ন প্রদান করেন।
ডিআইজি ড.আশরাফুর রহমান সদস্য মনোনীত হওয়ায় রেঞ্জ পুলিশের ৪ জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার (ক্রাইম) ফয়েজ আহমেদসহ রেঞ্জের সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং অফিসার ইনচার্জসহ (ওসি) সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীসহ সকলেই অভিনন্দন জানিয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর