
হঠাৎ নেটদুনিয়ায় একটা কথা ছড়িয়ে পড়েছে, আশফাক নিপুণ নাকি ম্যাজিক দেখাবে! কিন্তু ওয়েব সিরিজ ছেড়ে হঠাৎ করে ম্যাজিক কেন, সাউন্ড ডিজাইনার ও রেকর্ডিস্ট রিপণ নাথের মতো প্রশ্নটা অনেকেরই। এমনকি আশফাক নিপুণের স্ত্রী সঙ্গীতশিল্পী এলিটা করিমও অভিযোগের সুরে তাকে ট্যাগ করে ফেসবুকে লিখেছেন, ‘Ashfaque Nipun, আরেকদিন আরেকদিন করে আর কতো পাশ কাটাবা? ঠিক করে বলো ম্যাজিকটা কবে দেখাচ্ছো?’
আশফাক নিপুণের ভাইবেরাদর ও সেলিব্রেটিদের অনেকেই এটা নিয়ে বেশ কৌতূহলী। আশফাক নিপুণ কি আসলেই ম্যাজিক দেখাবেন! এমন সন্দেহও প্রকাশ করেছেন অনেকে। ফিল্মমেকার ফাহাদ খান তাঁর ওয়ালে লিখেছেন,’...ভাই…শিওর ম্যাজিক দেখাচ্ছো তো? Can’t wait anymore…!’ অন্যদিকে ইফতেখার ফাহমি লিখেছেন, ‘সবাই বলতেছে আশফাক নিপুণ ম্যাজিক দেখাবে। ঘটনা কি সত্যি?’
তবে প্রকৃত ঘটনা আসলে কী, আশফাক নিপুণের কাছ থেকে তা পুরোপুরি জানা যায় নি। তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করলে জানতে পারি, খুব শীঘ্রই সে নাকি ম্যাজিক দেখাবে। কিন্তু মহানগর ৩ রিলিজ না দিয়ে কেন ম্যাজিক দেখানোর কথা ভাবছেন, কিংবা কীসের ম্যাজিক দেখাবেন, এ বিষয়ে কিছু স্পষ্ট করে জানা যায় নি।
ফলে আশফাক নিপুণ ঠিক কী ম্যাজিক দেখাবেন, তা জানতে তাঁর ভাইবেরাদর ও সেলিব্রেটিদের মতো আমরাও আগ্রহ নিয়েই অপেক্ষা করছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর