
বিগত বছরগুলোতে ইংরেজি নববর্ষের দিন বই উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হলেও এবছর তা হচ্ছে না। কারণ আগামীকাল শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। নতুন বইয়ের ঘ্রাণ ও পাঠদান শুরুর অপেক্ষায় আছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
অথচ এখনো উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোনো বই পৌঁছায়নি। তাই এ উপজেলার শিক্ষার্থীরা ইংরেজি নববর্ষের দিন নতুন বই হাতে পাচ্ছে না।
নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী অর্পিতা রায় বলেন, আগের বছরগুলোতে আমরা জানুয়ারীর প্রথম দিন প্রায় সব বই পেয়েছি। এবার নতুন বই না পেলে আমার অনেক খারাপ লাগবে।
এ বিষয়ে নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, আগের বছরগুলোতে ডিসেম্বরে ১০-১৫ তারিখের মধ্যে বিদ্যালয়ে বই পৌঁছে যেত। এবার এখনো বই পাইনি।
নন্দীগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিমান কুমার জানান, এখনো কোন বই তাঁরা হাতে পায়নি। কতদিন পর নতুন বই পাওয়া যাবে সেটাও জানা নাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারওয়ার জাহান বলেন, এখন পর্যন্ত আমার বই হাতে পাইনি। নতুন বই হাতে এলেই বিদ্যালয়ে বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মাহবুবুল হোসেন বলেন, নতুন বই আজ পর্যন্ত আমরা পাইনি। হয়ত দুই একদিনের মধ্যেই পাবো। আমরা বই হাতে পেলেই স্কুলে স্কুলে পাঠিয়ে দিব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর