
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন নেত্রকোণার আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর, সকালে নেত্রকোণা জেলার সদর উপজেলাধীন জয়ের বাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার করাও পুনঃব্যবহারযোগ্য (Re-usable) উপকরণ ব্যবহারের প্রচার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত প্রচার অভিযানের অংশ হিসেবে বনানী বিশ্বাস, জেলা প্রশাসক, নেত্রকোণা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিবুজামান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুকময় বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিভিল সোসাইটি প্রতিনিধি মনিরুজ্জামান দুদু পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার উপকারী পরিচালক আব্দুল মতিন, বেলার নেটওয়ার্ক মেম্বার ও এআরএফবি চেয়ারম্যান জনাব দিলওয়ার খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোণা, অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য পরিবেশবাদী সংগঠন সহ একটি বর্ণাঢ্য রেলি আয়োজন করা হয়।
রেলি শেষে বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর