
আপনার সন্তানকে চিড়িয়াখানায় নয়, বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে নিয়ে যান এতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখে সেখানে পড়ার স্বপ্ন দেখতে শুরু করবে। ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। এসময় তিনি আরও বলেন, লক্ষ্য বিহীন লোক হাল বিহীন নৌকার মত। কাজেই শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক করতে হবে। শিক্ষার্থীরা যদি ছাত্র জীবনে যদি শৃঙ্খলা না শেখে তাহলে তারা সারা জীবনেও শৃঙ্খলা শিখতে পারে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ মো. আব্দুল্লাহ্ বিন কালাম।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ বলেন, আমি ২০১১ সালে এই প্রতিষ্ঠানে যোগদান করে ওই বছর ফল প্রকাশের সময় একটু আবেগেই বলেছিলাম এটি ফরিদপুরের সেরা প্রতিষ্ঠান করার চেষ্টা করব। আজ এই প্রতিষ্ঠানে ছেলে-মেয়ে ভর্তির জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুলিশ সুপারের নিকট, আমার নিকট এবং আমার শিক্ষকগণের নিকট যে পরিমাণ সুপারিশ করছে তাতে আমার মনে হয় আমরা প্রতিষ্ঠানটি একটি আস্থার জায়গায় পৌছে দিতে পেয়েছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর