
হালুয়াঘাটে ৩৫ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ৯৫৪ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ডুমনিকুড়া নামক স্থানে চোরাকারবারিরা অভিনব পন্থায় অবৈধভাবে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে সূর্যপুর ক্যাম্পের বিজিবির টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বস্তাগুলো রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল ২ হাজার ৯৫৪ কেজি জিরার জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর