
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২৫টি মিনি ড্রেজার মেশিন, ২টি ড্রাম ট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধ বালু ব্যবসায়ীরা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভোগাই নদীর কালাকুমায় নাকুগাঁও ব্রিজ এলাকায় কতিপয় বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মিনি ড্রেজারের ২৫টি শ্যালো ইঞ্জিন, ২টি ডাম্প ট্রাক, ১টি ট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৫টির মতো স্থাপনাসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা মৌজার এ স্থানে জেলা প্রশাসন ইজারা দিলেও ইজারাদার শর্ত না মেনে নদীর তীর ভেঙে বালু উত্তোলন করা হচ্ছিল। শর্ত ভঙ্গ করার কারণে এখান থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে বিজিবি ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) ভোগাই নদীর রাজাখালপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি মিনি ড্রেজার ও ২০টি স্থাপনা ধ্বংসের পাশাপাশি একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
একইভাবে গত শুক্রবার একই নদীর কালাকুমা, তন্তর, ফুলপুর, নয়াবিলসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরও ২১টি মিনি ড্রেজার ও ৩২টি স্থাপনা ধ্বংস, একজনকে এক বছরের কারাদন্ড এবং একজনকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, ভোগাই নদীর তীরবর্তী বাড়িঘর ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর