
আখাউড়া ছয়গড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী, মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে দাবি আদায় না হলে ইউএনও অফিস ও শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
৫ দফা দাবির মধ্যে রয়েছে বহিষ্কৃত প্রধান শিক্ষক সেলিনা বেগমের স্থায়ী বহিষ্কার করতে হবে। সাবেক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা এডহক কমিটি বাতিল করে এলাকার শিক্ষার্থী, অভিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে এডহক কমিটি করতে হবে, স্কুলের পিন,পাসওয়ার্ড আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেলিনা বেগমের কাছ থেকে নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে,স্কুলের অবিভাবকদের বিরুদ্ধে মামলাবাজ সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে,স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষিকা নিয়োগ করতে হবে।
এসময় বক্তারা বলেন দাবী আদায় না হলে সীমান্তবর্তী ০৯ গ্রামের স্কুলের অবিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা বর্জন করে রোড মার্চ টু ইউএনও অফিস পালন করে ইউএনও অফিস ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নান্নু মিয়া, শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার বাসু মিয়া, সাবেক মেম্বার মুরশিদ মিয়া,ডা: মোঃ হান্নান মিয়া, সাবেক মেম্বার ,আনু মিয়া, সাবেক মেম্বার সহিদ মিয়া, সাবেক শিক্ষার্থী প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, হিসাব বিজ্ঞানের সহকারী শিক্ষক বীনা বেগম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন এই প্রধান শিক্ষককে জেলা প্রশাসক মহোদয় পুনঃ বহাল করেছেন। আখাউড়া থানার ওসি জানিয়েছেন তিনি বিদ্যালয়ে যাওয়ার পর তাকে শারীরিক আক্রমণ করা হয়েছে। সেজন্য তিনি মামলা করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর