
নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার মামলায় নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. অচিন চক্রবর্তী (৭০) এর জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাছ হোসেন মৃধা এ আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে চলতি বছরের ১০ সেপ্টেম্বর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তাঁর বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.অচিন চক্রবর্তীকে ৬ নম্বর আসামী করা হয়।
এ মামলায় মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন এড.অচিন চক্রবর্তী। তবে আদালতের বিচারক আলমাছ হোসেন মৃধা জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর