
উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্সে ভর্তিরত অপেক্ষায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শিক্ষার্থী আইরিন আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকালে একটি ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দেখে চোখ আটকায় তার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, লাগবে না আবেদনের কোন টাকা। এমন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কোন কিছুর চিন্তা-ভাবনা বা অভিভাবকের পরামর্শ ছাড়াই আবেদন প্রক্রিয়া আগাতে থাকে শিক্ষার্থী আইরিন আক্তার।
বিজ্ঞাপনটি গ্রামীণ ব্যাংক নামক একটি পেইজ থেকে গতকাল (৩০ ডিসেম্বর) রাত ৮টায় প্রকাশ করে অজ্ঞাত এক ব্যক্তি। পেইজটিতে ২ লাখের বেশি সদস্য যুক্ত রয়েছে। বিজ্ঞাপনটিতে লেখা হয়- ৬৪ জেলা সমাজসেবা কার্যালয়ে ৬৪০ জন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এসএসটি/ এইচএসসি আবেদন করতে হোয়াটসঅ্যাপ।
বিজ্ঞাপনটিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আইরিন আক্তার যোগাযোগ করলে তাকে গুগল শিটের একটি ফর্মের লিংক দেওয়া হয়। যেখানে চাকুরির বিস্তারিত দেওয়া আছে। সমাজসেবা অধিদপ্তরের বেসরকারি প্রকল্প ২০২৪ এর আওতায় শিশু যত্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় বিভাগীয় নির্বাচন কমিটি সমাজসেবা অধিদপ্তরের সদস্য সচিব সারোয়ার মাহমুদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যায়। এবং কর্মীদের কি কাজ এবং সুবিধাদি সম্পর্কে বিস্তর আলোচনা লেখা আছে। একই ফর্মে প্রার্থীদের বায়োডাটা দিয়ে আবেদনপত্র সাবমিট করার অপশন রয়েছে।
আবেদনের পর চাকুরী প্রার্থী আইরিন আক্তারের কাছে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে ফোনের অপর পাশ থেকে বলে, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। আগামীকাল (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় অনলাইনে ১০ মার্কে পরীক্ষা নেয়া হবে। চাকরি হয়ে গেলেই দেওয়া হবে ল্যাপটপ এবং একটি স্কুটি। কাজ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শারীরিক প্রতিবন্ধী এবং অসহায় শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি করা। তিন বছর মেয়াদি এ প্রকল্পে মাঠ কর্মীরা সরকারি বিধান অনুযায়ী পাবে বেতন ভাতা এবং উৎসব বোনাস। ঘণ্টা দুয়েকের মধ্যে পরীক্ষার এডমিট কার্ড প্রার্থীর ইমেইলে পাঠানো হবে। আপনার মত আপনার জেলা থেকে প্রায় ১৭শ জন প্রার্থী আবেদন করেছে। কিছুক্ষণের মধ্যে আপনি আপনার জিমেইলে এডমিট কার্ড পেয়ে যাবেন। আর এডমিট কার্ড না পেলে সকালে পরীক্ষার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তখন এডমিট কার্ড দিয়ে দেওয়া হবে।
চাকুরী প্রার্থী আইরিন আক্তার সেরাতে আর এডমিট কার্ড না পেয়ে সকালে একই নাম্বারে হোয়াটসএ্যপে যোগাযোগ করলে তাকে হোয়াটসএ্যপেই এডমিট কার্ড দেওয়া হয়। এরপর বেলা ১১টায় একটি লিংক আসে অনলাইনে সেই লিংকে প্রবেশ করে দশটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার সময় দেওয়া হয় ২০মিনিটি। সাবমিট করার পর কিছুক্ষণের মাথায় প্রার্থী আইরিন আক্তারকে মুঠোফোনে জানানো হয় তিনি উত্তীর্ণ হয়েছেন। তাকে একটি চালানের মাধ্যমে ১৫শ ৫০ টাকা জামা দিতে হবে একটি চালানের মাধ্যমে। সরা বাংলাদেশের প্রার্থীদের আজকেই মনোনীত করা হবে এজন্য আজকেই এই টাকাটা জমা দেওয়ার অনুরোধ করা হয়। ব্যাংকে টাকা জমা দেওয়া উপজেলা এলাকা থেকে এসে দেওয়া সময় সাপেক্ষা জানালে তাকে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়। মোবাইল নাম্বারে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে টাকাটা স্থানীয় একটি দোকান থেকে দ্রুত দেওয়ার অনুরোধ করেন। টাকা পাঠানোর পর এ্পয়েন্টমেন্ট লেটার স্ব-স্ব জেলা সমাজসেবা কার্যালয় থেকে আগামীকাল সংগ্রহ করতে হবে যা অধিদপ্তর থেকে আজই পাঠানো হবে বলে অজ্ঞাত ব্যক্তি বলেন
বিষয়টি নিয়ে প্রার্থী পরিবারকে জানালে তার বাবা আরিফুল ইসলাম জেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে বিষয়টি প্রতারণা বলে জানতে পারে।
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন বলেন,‘এটি একটি ডিজিটাল প্রতারণা। দীর্ঘদিন যাবত এই চিত্র এমন প্রতারণা করে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। এই বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর