খাগড়াছড়ির মানিকছড়িতে তারণের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসকারি দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্কুলকলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেয়।
এসময় তরুণ প্রজন্মের পাশাপাশি নবীন-প্রবীণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সকলের।
শাকিল/সাএ
সর্বশেষ খবর